সূফী আবদুর রহমানের ছেহেলাম শরীফ সম্পন্ন

1

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী খুরুস্কুল গ্রামের সুফি আবদুর রহমানের চাহরম শরীফ উপলক্ষে তার পরিবারের আয়োজনে খতমে কুরআর মজীদ, খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিল ২৮ ফেব্রুয়ারি তার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি নুর হোসাইন, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী, মুফতি ছালে সুফিয়ান ফরহাদাবাদী, আল্লামা আব্দুল মাবুদ কাদেরী, শাহাজাদা ফখরুদ্দীন রাজী, শাহজাদা নঈমউদ্দীন রজায়ী, শাহজাদা সাদিব রজা, সৈয়দ নেওয়াজুল হক চিশতী, মওলানা আব্দুল কাদের শওকী, মওলানা আব্বাস উদ্দীন, শহীদুল্লাহ্ চিশতি, মওলানা ফোরকান কাদেরী, হাফেজ রিফাত আযহারী, মওলানা গিয়াসউদ্দীন কাদেরী, হাফেজ ছিবাতুল্লাহ্, মওলানা মঈনউদ্দীন, মওলানা দিদারুল কাদেরী, হাফেজ ক্বারী আব্দুল আলীম, মওলানা মনসুরুল হক নুরী, জমির উদ্দীনসহ বিভিন্ন মাদ্রাসার মুফতি, মোহাদ্দেস, মোফাচ্ছেরগণ।
মাহফিল শেষে দেশ জাতি বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও তার পরিবারের উন্নতি কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি