‘সুহৃদ চৌধুরী ছিলেন মানুষ গড়ার কারিগর, সমাজহিতৈষী ও সংগঠক’

1

সুশিক্ষিত হয়ে শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদানের পাশাপাশি সমাজকর্মে নিজেকে নিবেদিত রাখা সবার পক্ষে সম্ভব নয়, তজ্জন্য প্রয়োজন নিষ্ঠা, একাগ্রতা ও দক্ষতা। শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর ছিলেন না, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক এবং তাঁর কর্মকীর্তির মাধ্যমে তিনি সমকালকে ধরতে পেরেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত ৮ জানুয়ারি অবসরপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক প্রয়াত শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। প্রয়াতের জন্মজনপদ চট্টগ্রামের পটিয়া উপজেলার বেলখাইন গ্রামের চৌধুরী ভবনে আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত আর্যকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অষ্ট উপকরণসহ সহ সংঘদানানুষ্ঠান ও স্মরণসভায় প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত আয়ুপাল মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপর্ষী মহাথেরো, বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত সুমনতিষ্য মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, ভদন্ত সংঘপাল থেরো ও ভদন্ত প্রিয়তিষ্য থেরো। উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত ধর্মকীর্তি ভিক্ষু। সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সহ-সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী প্রমুখ। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী।
উল্লেখ্য, শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী গত ২০২৪ সালের ৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি