সুলতান-উল-কবির ছিলেন নির্লোভ রাজনৈতিক নেতা

106

সত্য কথা অকপটে বলতে, দুর্নীতিকে প্রতিরোধ করতে, যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ আর ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সারা জীবন লড়ে গেছেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান-উল-কবির চৌধুরী। মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের উদ্যোগে গত ৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লালদিঘীর পাড়স্থ সোনালী হলে জননেতা অ্যাডভোকেট সুলতান-উল-কবির চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চ পরিষদের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. শওকত ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের আমৃত্যু সিনিয়র সহ-সভাপতি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা সৎ ও সাহসী রাজনৈতিক নেতৃত্ব আলোকিত মানুষ সুলতান-উল-কবির চৌধুরী গণ মানুষের হৃদয়ের মানুষ ছিলেন বলে মন্তব্য করেন স্মরণ সভার বক্তারা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। তিনি বলেন, আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। নীতির প্রশ্নে আপোষহীন সুলতান-উল-কবির চৌধুরী কখনও অন্যায়কে প্রশ্রয় দিতে দেখিনি। শত নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জ্বীবিত করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আর আওয়ামীলীগকে এগিয়ে নিয়েছেন। প্রধান বক্তা বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লায়ন মাহফুজুল হক চৌধুরী বলেন, ১৯৬৮ সালে তাঁর ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই। তিনি দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব এডভোকেট সৈয়দ কামাল উদ্দীন, বঙ্গবন্ধু হোমিও ডক্টরস্ এসোসিয়েন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডা. চন্দন দত্ত, হোমিওপ্যাথিক ডাক্তার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডা. রতন চক্রবর্তী, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. এ. কে. এম ফজলুল হক সিদ্দিকী, পুরাতন গীর্জা ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আব্দুল হান্নান বাবু, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, ডা. রাজ বিহার নাথ, এড (ডা.) দুলাল কান্তি দত্ত, বিল্লাল হোসেন, এস. এম. হাসান রাজধন, নারীনেত্রী ডা. রাজিনা ফেরদৌসী জান্নাত, সংগঠক সজল দাশ, মো. রাশেদ, মো. সাব্বির, মো. আবু ছালেহ, নারী নেত্রী আঁচল চক্রবর্তী, আফছারুল কাদের চৌধুরী, সেলিম উল্লাহ্, নুরুল আবছার প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কে. এইচ. এম. তারেক। বিজ্ঞপ্তি