সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মিয়ামির

3

স্পোর্টস ডেস্ক

লুইস সুয়ারেজের জোড়া গোলে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শিকাগোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। এতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ফুটবলে (এমএলএস) টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো মিয়ামি। ২৭ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৫৯। দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটি থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা। এই ম্যাচেও দলে ছিলেন না লিওনেল মেসি। গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নেমে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর থেকেই মাঠের বাইরে মেসি।