নিজস্ব প্রতিবদেক
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নকে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় সংযোজনের প্রস্তাবে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এসময় নাজিরহাট-কাজিরহাট সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে। বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নিয়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জনগণের মতামত ছাড়াই সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার অংশবিশেষকে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক। তারা অবিলম্বে প্রস্তাবটি পুনর্বিবেচনার আহবান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, সুয়াবিল থেকে বর্তমান উপজেলা সদর মাত্র ৫ কিলোমিটার দূরে, কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলা সদর বাগানবাজার প্রায় ৪০ কিলোমিটার দূরে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।











