‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’ এই ¯েøাগানকে সামনে রেখে হাটহাজারীর ফরহাদাবাদস্থ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথশিশুদের নিয়ে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উৎসবের পোশাক-প্রসাধনী, শিক্ষাসামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২ জুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. আলী আকবর, নিজাম মোর্শেদ চৌধুরী, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো. আবরাহাম। এরপরেই ঈদুল আযহার মাহাত্ম্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। অনুষ্ঠানে দুইশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও প্রসাধনীসামগ্রী এবং শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, মূলত: আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। বিজ্ঞপ্তি