নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবে বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯০তম খোশরোজ শরীফ উপলক্ষে সুফীবাদ চর্চায় মাইজভান্ডারী গানের গুরুত্ব শীর্ষক সেমিনার গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আকতার। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার সাব এডিটর নাসির হায়দার। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমি চট্টগ্রাম শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা, মোহনা টেলিভিশনের উপ-পরিচালক আলী আহমেদ শাহীন, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর আজীবন সদস্য এম মাকসুদুর রহমান দুলাল, মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল হক, এম মাকসুদুর রহমান হাসনু, শাহাজাদা আদিল মাহবুব আকবরী, সৈয়দ জাবের সরওয়ার, বাবুল শীল, আবু তালুকদার হাবীব, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ ওমর ফারুখ, খোরশেদ আলম, রেজাউল করিম রুবেল, নাছির উদ্দিন, শামসুল হায়দার তুষার, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সেলিম আকতার পিয়াল। বিজ্ঞপ্তি