সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

4

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির (একাংশের) নেতারা আজ রোববার অনুষ্ঠিতব্য ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল ১১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটের একটি রেস্টুরেন্টে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, ইউনিয়ন সম্মেলন করার আগে নিয়ম অনুযায়ী সাংগঠনিক ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজাতে হয়। আমরা দেখলাম একটি পক্ষ জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া ওয়ার্ড কমিটি তৈরি করে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। আমরা ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের সাথে কথা বলে জানলাম ইউনিয়নের প্রায় ৭টি ওয়ার্ডে দুইটি করে কমিটি বিদ্যমান রয়েছে। এসব কমিটিতে পতিত আওয়ামীলীগের দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কমিটি অবিলম্বে বাতিল করে নতুন আহবায়ক কমিটির দাবি জানাচ্ছি। একই সাথে সম্মেলন স্থগিত করে নতুন করে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার দাবিও জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, নুরুল আবছর, খোরশেদ আলম, মো. জামাল উদ্দিন, এম সৈয়দুল হক চৌধুরী, মো. শাহ আলম, এয়াকুব, এনামুল করিম, সরওয়ার কামাল, আনোয়ার হোসেন, মো. ওমর ফারুক, মাওলানা ইমরান প্রমুখ।