‘সুখী স্বাস্থ্য মেলা’য় নতুন দিগন্তের উন্মোচন

1

বর্ণাঢ্য আয়োজনে গতকাল চট্টগ্রামে গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো ‘সুখী স্বাস্থ্য মেলা-২০২৫’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ গ্রæপের চেয়ারম্যান আশরাফুল হাসান ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চবক’র বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অত্যাধুনিক এই স্বাস্থ্যসেবা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
গ্রামীণ গ্রæপের চেয়ারম্যান আশরাফুল হাসান বলেন, গ্রামীণ হেলথ টেকের লক্ষ্য আমাদের গ্রæপের মূল দর্শনকেই প্রতিফলিত করে চলেছে। প্রযুক্তির মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টা এবং সদস্যদের তত্ত্বাবধানে গ্রামীণ হেলথ টেকের সহযোগিতায় স্বাস্থসেবার নতুন দিগন্তের উন্মোচন হলো।
মেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্দার আকতার হামিদসহ চট্টগ্রাম বন্দর ও গ্রামীন হেলথ্ টেক’র কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুপুরে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ৫০০০ কর্মী পাবেন সুখীর পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা। ‘সুখী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্যাকেজ’-এর আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগণ ও তাদের পরিবারের সদস্যদের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী’ দিচ্ছে আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন এবং বিশেষ ছাড়ে অন্যান্য সেবা। যেমন- অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেয়ার, অ্যাম্বুলেন্স ও বøাড ব্যাংক সার্ভিস।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ড. আহমেদ আরমান সিদ্দিকী (সিইও, গ্রামীণ হেলথ টেক লি.) গণমাধ্যম কর্মীদের বলেন, স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পার করে ফেলেছি। আজকের এই পার্টনারশিপ আমাদের ধারাবাহিকতার প্রমাণ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া কমপ্লেক্স চত্বরে আয়োজিত মেলায় ছিল বন্দর কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। সকাল ১১ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত তারা সুখীর স্টলে এসে রেজিস্ট্রেশন, চিকিৎসক পরামর্শ, রক্তচাপ, উচ্চতা ও ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি