কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢালিউডের নায়িকা পরীমণি। তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ১৭ জানুয়ারি। যেখানে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। পরীমণি কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন ‘রঙিলা কিতাব’-এ রং ছড়িয়ে। ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন নিয়মিত। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা। এবার সামাজিকমাধ্যমে হঠাৎই সুখবর দিয়েছেন পরীমণি। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা। সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরীমণি অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।