সুইস ইন্ডোরসের ফাইনালে ফেদেরার

12

ঝড়ের গতিতে সুইস ইন্ডোরসের ফাইনালে উঠলেন রজার ফেদেরার। ঘরের কোর্টে শীর্ষ বাছাইয়ে রজার স্ট্রেট সেটে জিতে নেন সেমিফাইনাল লড়াই। তৃতীয় বাছাইয়ে গ্রিক তারকা স্টেফানোস সিসিপাসকে ৬-৪, ৬-৪ সেটে পরাস্ত করেন ফেদেরার। ক্যারিয়ারের দশম সুইস ইন্ডোরসের খেতাব জয়ের লক্ষ্য নিয়ে ফেদেরার অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি’মিনাউরের বিরুদ্ধে। চলতি মৌসুমে এটি ফেদেরারের ৫০ নম্বর ম্যাচ জয়। এ নিয়ে রেকর্ড ১৬টি মৌসুম ৫০ বা তারও বেশি ম্যাচ জেতেন সুইস কিংবদন্তি। চলতি টুর্নামেন্টে অপরাজিত রজার ইন্ডোরসে টানা ২৩টি ম্যাচ জেতার নজির গড়েন। ৩৮ বছরের ফেডেক্স এই নিয়ে ক্যারিয়ারের ১৫৭টি ট্যুর-লেভেল ইভেন্টের ফাইনালে উঠলেন।