সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত সেই ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী স্টকহোমের একজন বিচারক এ তথ্য জানিয়েছেন। সুইডিশ গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি জানিয়েছে, স্টকহোমের নিকটবর্তী একটি শহরে গুলিতে তিনি নিহত হয়েছেন। স্টকহোম জেলা আদালত জানিয়েছেন, বৃহস্পতিবার নির্ধারিত একটি মামলার আসামি ছিলেন সালওয়ান মোমিকা। পরে তার মারা যাওয়ার খবরে সেই রায় স্থগিত করা হয়। গোরান লুন্ডাহল নামে আদালতের একজন বিচারক নিশ্চিত করেছেন যে, মৃত ব্যক্তির নাম মোমিকা। তবে মোমিকা কখন এবং কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে স্টকহোমের কাছে সোদেতেলজে নামক এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলি চালানোর খবর পাওয়া যায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিকভাবে হত্যার তদন্ত শুরু করা হয়।