চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সাথে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক পৃথক মতবিনিময় সভা ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এসময় ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, আমাদের বাজেট সীমিত, অবকাঠামোগত সামর্থ্যরেও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমিত সামর্থ্যরে মধ্যে আমাদের সমাধানের পথ খুঁজে নিতে হবে। আমরা সকলে মিলে চেষ্টা করলে আশাকরি সব সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান করা সম্ভব। আমরা সব ধরনের সমস্যা এবং সম্ভাবনাকে ব্যক্তিগত নয়, সমষ্টিগতভাবে দেখতে চাই। সেভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করতে চাই। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছি এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যসমূহ অর্জন করতে পারবো। বেলা ১২.৪৫টায় একাডেমিক কাউন্সিল কক্ষে শিক্ষকদের সঙ্গে, একই স্থানে বিকাল ৩.১৫টায় কর্মকর্তাদের সঙ্গে এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকাল ৪টায় কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি