সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

13

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ৩০ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির ২৬ সদস্য দেশের বাইরে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যেও এ ব্যবস্থা কার্যকর হবে। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত সময়ের মধ্যে ইইউ বহির্ভূত দেশ থেকে কেউ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবে না।
মূলত ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন ব্যাপকভিত্তিক সিদ্ধান্ত নিতে হয়েছে আঞ্চলিক এ জোটটিকে। ইইউ-এর সদস্য দেশগুলোর নাগরিক, তাদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও পণ্য সরবরাহকারীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। অর্থাৎ, বিদেশে বসবাসরত ইউরোপীয় নাগরিক ও সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশাধিকার পাবেন। তবে এ ধরনের বিশেষ পরিস্থিতি ছাড়া সাধারণভাবে সীমান্ত বন্ধ থাকবে। বুধবার ইইউ জুড়ে এ পদক্ষেপ নেওয়ার আগেই নতুন সংক্রমণ ঠেকাতে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয় জার্মানি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মুদি দোকান বাদে জার্মানির বেশিরভাগ দোকান ও ভেন্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাস ঠেকাতে সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণের চেষ্টা বিস্তৃত করছে ইউরোপের দেশগুলো।