করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ৩০ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির ২৬ সদস্য দেশের বাইরে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যেও এ ব্যবস্থা কার্যকর হবে। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত সময়ের মধ্যে ইইউ বহির্ভূত দেশ থেকে কেউ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবে না।
মূলত ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন ব্যাপকভিত্তিক সিদ্ধান্ত নিতে হয়েছে আঞ্চলিক এ জোটটিকে। ইইউ-এর সদস্য দেশগুলোর নাগরিক, তাদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও পণ্য সরবরাহকারীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। অর্থাৎ, বিদেশে বসবাসরত ইউরোপীয় নাগরিক ও সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশাধিকার পাবেন। তবে এ ধরনের বিশেষ পরিস্থিতি ছাড়া সাধারণভাবে সীমান্ত বন্ধ থাকবে। বুধবার ইইউ জুড়ে এ পদক্ষেপ নেওয়ার আগেই নতুন সংক্রমণ ঠেকাতে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয় জার্মানি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মুদি দোকান বাদে জার্মানির বেশিরভাগ দোকান ও ভেন্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাস ঠেকাতে সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণের চেষ্টা বিস্তৃত করছে ইউরোপের দেশগুলো।