মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত দিয়ে আবারও ১১ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। গতকাল শনিবার ভোরে উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে সহকারী পুলিশ সুপার (এএসপি, বড়লেখা-কুলাউড়া সার্কেল) কামরুল ইসলাম জানান। খবর বিডিনিউজের
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন বলেন, যাদের ঠেলে দেওয়া হয়েছে তাদের সবাই যুবক। তাদেরকে ভারতের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে জড়ো করা হয়। পরে তাদের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। বিষয়টি বিজিবির নজরে এলে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। এএসপি বলেন, স্বজনরা আসলে ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।