সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড উপজেলা শ্রমিক লীগ নেতা শাহাব উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার হাটহাজারী থানার নন্দীরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শাহাব উদ্দিন সীতাকুন্ড উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি উত্তর বাঁশবাড়িয়ার মৃত নূর মিয়ার পুত্র।
র্যাব জানায়, গত ২৫ এপিল সীতাকুন্ড উপজেলার বেড়িবাঁধে ক্রিস্টাল কোম্পানির খোলা জায়গায় যুবদলেরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনে যুবদলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হন। অনুষ্ঠানের খবর পেয়ে শাহাব উদ্দিনের নেতৃত্বে প্রায় ১০০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসময় যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে শাহাব উদ্দিন এবং তার সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে মামুন বাদী হয়ে নির্দিষ্ট ৮৭ জন ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ আরও জানায়, গোপন সূত্রে জানতে পারি শাহাব উদ্দিন নন্দিরহাট এলাকায় অবস্থান করছেন। এরপর র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আসামিকে আমরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।