সীতাকুন্ড ডিগ্রি কলেজ এডহক সভাপতি আসলাম চৌধুরী

1

সীতাকুন্ড পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রাচীনতম বিদ্যাপীঠ সীতাকুন্ড ডিগ্রি কলেজ পুনঃগঠন করে নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
এতে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আসলাম চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন। এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মনোনীত করা হয় মো. আসলাম চৌধুরীকে।
পুনর্গঠিত এডহক কমিটির মেয়াদকাল ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে। ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে পুনরায় চবি ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও চবি সীতাকুন্ড ছাত্র সমিতির বর্তমান উপদেষ্টা মো. বখতিয়ার উদ্দিনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী।-সীতাকুন্ড প্রতিনিধি