সীতাকুন্ড প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের আওতায় আনার দাবিতে সীতাকুন্ড উপজেলা জামায়াত এক বিশাল বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাবেক কমিশনার মু. তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও চট্রগ্রাম উওর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। তিনি বলেন, অবিলম্বে খুনি হাসিনার মদদে সংগঠিত ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠার যে নৃশংস তান্ডব চালিয়ে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে অভিযুক্ত সকলকে বিচারের আওতায় এনে মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। একই ভাবে খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে।” এ সময় বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড -৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মু.কুতুব উদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব এড.আশ্রাফুর রহমান।
উপজেলা অফিস সম্পাদক আবু হাফস নাকিব, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা মিড়িয়া বিভাগের দায়িত্বশীল আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর আমির হাফেজ আলী আকবর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











