সীতাকুন্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন

1

সীতাকুন্ড প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুন্ড উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিনটায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম (এল. কে সিদ্দিক স্কয়ার) হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম। মিসবাহুল আলম রাসেলের সভাপতিত্বে ও আশরাফ হোসাইন মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মু. ইউসুফ বিন আবু বকর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, জামায়াত নেতা জসিম উদ্দীন আজাদ, মাওলানা মিজানুর রহমান, মুহাম্মদ তাহের, কুতুব উদ্দীন শিবলী, আবুল হোসাইন, হাফেজ আলী আকবর, সাবেক কমিশনার রায়হান উদ্দিনসহ প্রমুখ। সম্মেলনে অতিথিরা ও শ্রমিক নেতা লুৎফর রহমান আগামী ২৫-২৬ সেশনের জন্য মেজবাহ উল আলম রাসেলকে সভাপতি আশরাফ হোসাইন মাসুমকে সেক্রেটারি করে ৩১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।