সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি আটক করা হয়। তবে এ ঘটনায় চালক ও আসামি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, সকালে ঢাকামুখি একটি মাইক্রোবাস ফৌজদারহাট নয়াবাড়ি ঘাটায় গলির ভিতরে ঢুকে পড়ে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন গাঁজার মালিক ও গাড়ি চালক। পুলিশ এসে দেখেন গাড়িভর্তি গাঁজা ও ফেনসিডিল। এরপর পুলিশ মাইক্রোবাসটি ফাঁড়িতে নিয়ে যান এবং গাঁজা ও ফেনসিডিলের পরিমাণ নির্ধারণ করেন।
সীতাকুন্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাটের একটি গলি থেকে মাইক্রোবাসটি আটক করি। তবে গাঁজার মালিক ও গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারিনি। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৬১ কেজি ও ৫০ বোতল ফেনসিডিল। এসবের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।