সীতাকুন্ডে ২১ লাখ ৯০ হাজার টাকার ইয়াবা উদ্ধার

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ২১ লাখ ৯০ হাজার টাকার ৭ হাজার ৩শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও তার মেয়ে রুমা (১৬)।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে- গোপনে পাওয়া সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় ১৯টি প্যাকেট ভর্তি ইয়াবাসহ বিবিজান ও রুমাকে গ্রেপ্তার করা হয়।সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবর রহমান বলেন, ইয়াবার একটি চালান ঢাকা যাচ্ছে, এ সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে ৭,৩০০ ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ লাখ ৯০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের মামলা পরবর্তী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।