সীতাকুন্ড প্রতিনিধি
অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবন (২৯) কে সীতাকুন্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুন্ডের ফকিরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি চট্টগ্রাম নগরীর হালিশহর থানান ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকার মো. আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে এজাহারনামীয় বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। র্যাব- ৭ জানায়, একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবন সীতাকুন্ডের ফকিরহাট এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিএমপির হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।