সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মো. আজম (৩৮) নামে মাজারের এক খাদেম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত আজম উপজেলার সলিমপুর কালুশাহ নগর মাজার এলাকার আমির হোসেনের পুত্র।
জানা যায়, গতকাল সোমবার ভোরে চট্টগ্রামমুখি একটি প্রাইম মুভার লরি কালুশাহনগর ওভার ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে কালুশাহ নগর মাজারের দানবক্স ও যাত্রী ছাউনি ভেঙে এবং মাজারের জন্য বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার কাজে নিয়োজিত খাদেমসহ দুইজনকে সাথে নিয়ে রাস্তার পশ্চিম পাশে ত্রিশ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন দুইজন। আহত অবস্থায় তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজমকে মৃত্যু বলে ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার ভোরে কালুশাহ নগর মাজার এলাকায় গাড়ি চাপায় আহত দুইজনকে আনা হলে আজম নামের একজন মারা যান।
অপরদিকে উপজেলার ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকার পূর্বপার্শ্বে অবস্থিত নিটল টাটা গাড়ির একটি গোডাউন থেকে কাভার্ডভ্যানের কেভিন থেকে মো. দুলাল (৪০) নামে এক চালকের সহকারীর লাশ উদ্ধার করেছে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ। পরে লাশটি মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করেছি। এ বিষয়ে সীতাকুন্ড থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’