সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড সন্দ্বীপ চ্যানেলের ভাটিয়ারী সাগর উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভাসানচর থেকে ৪টি বোটে করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল তারা। এ সময় একটি বোট ভাটিয়ারী উপকূল এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে নারী পুরুষ ও শিশুরসহ প্রায় ৪০ জনকে আটক করে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ভাসানচর থেকে চারটি বোটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নারী-পুরুষ ও শিশুসহ ৪০ জন রোহিঙ্গা সন্দ্বীপ চ্যানেলে সাগরপথ পাড়ি দিচ্ছিল। এ সময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রোহিঙ্গারা সকলেই ভাটিয়ারী উপকূলে উঠে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোট ও রোহিঙ্গাদের আটক করে। পরে তারা সীতাকুন্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। আসলেই বিস্তারিত জানাতে পারবো।’