সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ মো. সিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বরিবার সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া সাগর উপক‚ল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিফাত কক্সবাজার জেলার ইনানি বিচ এলাকার ছোপাটখালী গ্রামের আমানউল্লাহর ছেলে।
জানা গেছে, সিফাত বাঁশবাড়িয়া-স›দ্বীপ ফেরিঘাট এলাকায় সড়ক সংস্কার ঢালাইয়ের কাজে কর্মরত ছিল। গত শনিবার বিকালে কাজে কর্মরত থাকা অবস্থায় অত্যধিক গরম অনুভব হওয়ায় দুই শ্রমিক বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। কিছুক্ষণ সাগরের পানিতে গোসল করার পর সিফাত বন্ধুকে বলে আমি ক্লান্ত একটা দড়ি এনে আমাকে পানি থেকে তোল। এরপর সিফাত সাগরের পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সিফাতকে উদ্ধারে কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময় পরও কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রাতে উদ্ধার অভিযান বন্ধ রেখে সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে সিফাতের মরদেহ ভেসে উঠে।
সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। সাগরে জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়। সকালের দিকে পুনরায় উদ্ধার কার্যক্রম চালানোর সময় ফেরিঘাট সংলগ্ন এলাকায় সিফাতের মরদেহ ভেসে উঠে। প্রায় ১৯ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার হয়। পরে পুলিশের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।