সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইমরুল হক (৪৮) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সীতাকুন্ড পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলার ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
জানা গেছে, ইমরুল বেলা ১১ টার দিকে মোটরসাইকেল নিয়ে সীতাকুন্ডের দিকে আসছিলেন। এ সময় চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সীতাকুন্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেল আরোহী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী পরিবারের কাছে হস্তান্তর করেছি। ঘাতক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।