সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় রতন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের টেরিয়াইল বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সিলেট মৌলভীবাজার রাজনগর থানার উদনা চা বাগান এলাকার মতিলাল রায়ের পুত্র ও মিরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের প্যারাগন ফিডস লিমিটেড কর্মরত শ্রমিক হিসেবে কাজ করেন।
জানা যায়, শুক্রবার বিকেলের দিকে ফ্যাক্টরির কাজ শেষ করে যে কোনো কাজে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহাসড়কের টেরিয়াইল বাদামতলি এলাকায় আসেন। রাত সাড়ে সাতটার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে একটি রড বোঝাই লরি গাড়ি চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয়দের তথ্য মতে একটি রড বোঝাই লরি গাড়ির নিচে চাপা পড়ে রতন রায় গুরুতর আহত হন। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। আইনগত পদক্ষেপ পরবর্তী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’