সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মো. জসিম উদ্দীন (৪০) নামে এক সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি কেডিএস লজিস্টিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএন্ডএফ কর্মকর্তা খুলনা বাগেরহাট মংলা তোফাজ্জল ফরাজির পুত্র ও চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ সিএন্ডএফ মৌচাক এন্টারপ্রাইজের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি কেডিএস লজিস্টিক নামক এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী লাইনে একটি খোলা ট্রাক তাকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সিএন্ডএফ কর্মকর্তার বাড়ি খুলনা বাগেরহাট হলেও চাকরির সুবাধে তিনি দীর্ঘদিন নগরীর হালিশহর এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।