সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে কালো তেলের ডিপোতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় জামালের কালো তেলের ডিপোতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি।
সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা খবর পাই, ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় জামালের কালো তেলের ডিপোতে একজন লোক ডিপোতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে আছে।
তখন আমরা ফাঁড়ি থেকে রওনা দিই। সেখানে গিয়ে দেখতে পাই, পরে আরো তিনজন শ্রমিক ডিপোতে আটকে থাকা ব্যক্তিকে তুলতে গিয়ে তারাও ডিপোতে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজনের সহযোগিতায় এই চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
সীতাকুন্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এক্ষেত্রে কালো তেলের ডিপো মালিকের কোন ধরনের গাফিলতি থাকলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।