সীতাকুন্ডে শিপ ইয়ার্ডের ভবন উচ্ছেদ

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের সলিমপুরে কোহিনুর স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের একটি ভবন উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এ সময় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য এবং বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সলিমপুর মৌজায় ১নং খাস খতিয়ানের প্রায় ১০ একর জায়গায় কয়েক বছর ধরে কোহিনুর স্টিল নামে শিপইয়ার্ড নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে ইয়ার্ডের অফিস নির্মাণ, ৫টি হুইন্স মেশিন স্থাপন, রাস্তা তৈরিসহ নানা কাজ সম্পন্ন করা হয়। গতকাল অভিযানে এই ইয়ার্ডের একটি ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে ইয়ার্ডের মালিক এম. এ. কাশেম রাজা বলেন, ২০২২ সালে সরকারি নীতিমালা অনুযায়ী জায়গা লিজ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে। যে ভবনটি ভাঙা হচ্ছে, তা উত্তর সলিমপুর মৌজায়, তুলাতুলি মৌজায় নয়। কয়েক মাস পূর্ব থেকে একটি মহল আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে ভবনটি ভাঙা হচ্ছে, তা উত্তর সলিমপুর মৌজায়। উক্ত ভবন নির্মাণ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। মামলা উপেক্ষা করে কীভাবে ভাঙা হচ্ছে, বোধগম্য নয়। আমি এ নিয়ে ফের আদালতে যাবো।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন বলেন, এই জায়াগায় অবৈধ স্থাপনা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশ আনুযায়ী আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।