সীতাকুন্ডে মাতাল যুবক গ্রেপ্তার

7

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে অ্যালকোহল পান করে নেশাগ্রস্থ মাতাল অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. সুমন (২৫) নামে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার কুমিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমতপুর রেললাইন সংলগ্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মাতাল সুমন একই এলাকার মৃত মো. ইউচুপের পুত্র।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। তিনি বলেন,‘স্থানীয় তথ্যর ভিত্তিতে জানতে পারি,এক যুবক নেশা জাতীয় দ্রব্য অ্যালকোহল পান করে স্থানীয় জনসাধারণের সাথে মাতলামি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং মাতাল যুবক আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি এবং দুইশত টাকা অর্থদন্ড দিয়েছি। জনসাধারণের অসুবিধাকারি ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সার্বিক সহযোগিতা করেন মডেল থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।