সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড উপজেলার শুকলাল হাটে আজমির বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।
ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, শুকলাল হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনাকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য বানিয়ে বাজারে বিক্রি করা এবং বিএসটিআই কোনরকম অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে আজমির নামক বেকারিকে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে। একইভাবে বাজার বিভিন্ন দোকানিকে দ্রব্য মূল্য সহনীয় রাখতে সর্তক প্রদান করেছি। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।