সীতাকুন্ডে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলা

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড জায়গা দখলের চেষ্টার সময় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতেই নিহতের স্ত্রী গোলস্তারা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন উত্তর ঘোড়ামারা এলাকার মো. হেলাল উদ্দিন (৪৫), সাবেক ইউপি সদস্য মো. আলাউদ্দিন, আবদুল্লাহ আল মামুন (২৫) ও মো. সালাউদ্দিন (৩৫)।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করে মামলা করেন। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছি।
এদিকে অনাকাক্সিক্ষত ঘটনায় কিল-ঘুষি ও তর্কাতর্কির বিষয়টি আওয়ামী লীগের মিথ্যাচার দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেসরিলিজ প্রদান করেন।
এতে তারা উল্লেখ করেন, সীমানা নির্ধারণকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ও তর্কাতর্কির ঘটনায় নিহত মীর ইউসুফ স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু দুঃখের বিষয়, প্রকৃত মৃত্যুর ঘটনা আড়াল করতে আওয়ামী লীগের স্বৈরাচারী ও মিথ্যাচারী দোসররা অতীতের ন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং ঘটনার সাথে বিএনপি অথবা বিএনপির অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয়। অনাকাক্সিক্ষত ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।