সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে বিষাক্ত মদ পানে দুই মদ বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে মদ পান করে মৃত্যু বরণ করেছে। মদ পানে নিহতরা হলেন, উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার আবুল বশর (৪৪) ও ৪নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার জাহাঙ্গীর আলম (৪৮)।
বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল দশটার দিকে আমি আমার ওয়ার্ডে নিহত আবুল বশরের জানাজায় যাই এবং সেখানে শুনতে পাই অতিরিক্ত মদ খেয়ে ও বিষাক্ত মদ পানে নিহতের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর শুনতে পারি ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীরও মৃত্যুবরণ করেছে। লোকমুখে শোনা কথা ও যতটুকু জেনেছি নিহত দুজনেই মদ বিক্রি করতো এবং নিজেরাই খেত।
জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং স্থানীয়দের তথ্য মতে জেনেছি বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে।