সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম উদ্দিন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রি তিনি। গত রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, সকালের দিকে স্থানীয় মো. মোমিন উদ্দিন নামে এক লোকের নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান নাঈমসহ আরো কয়েকজন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত হাতে থাকা রড বাঁকা করার সময় উপরে থাকা ১১ হাজার পাওয়ার লাইনের তারের সাথে সংস্পর্শে হলে নাঈম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাথে থাকা শ্রমিকরা ও নির্মাণাধীন বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম নামে এক তরুণ আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।











