সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে তিনটি স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময় উপজেলার এসকেএম জুট মিল, বগুলা বাজার ও শীতলপুরে এসকল পৃথক সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার মোহাম্মদ রানা (৩৫) ও ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে মো. তাইজুদ্দিন (৪৭)। এই ঘটনায় তিন শ্রমিক ও ৪ যাত্রী আহত হন। সীতাকুন্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের এসকেএম জুট মিল গেইট এলাকার মহাসড়কের ঢাকামুখি লাইনে ধান মাড়াইয়ের একটি মেশিনকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ধান মাড়াই মেশিনের উপরে থাকা দু’জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ শ্রমিক।
অপর ঘটনায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় বিকাল চারটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তাইজুদ্দিন (৪৭) নিহত হন। এছাঢ়াও শীতলপুরে একটি অটোরিকশাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সেটি দুমড়েমুচরে চায়। এতে আহত হন ৪ অটোরিকশাযাত্রী।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, ‘মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। এছাড়াও মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় বেলা তিনটার দিকে একটি দ্রুতগামী বাস একটি সিএনজি অটোকিশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আরেকটি ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তিকে সড়কে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি নিহত হন। আমরা আইনগত প্রক্রিয়া চালাচ্ছি।