সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে জেলেপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাছ ধরার জালসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে সৈয়দপুর ইউনিয়নের সাগর উপক‚লীয় জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে জাল পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। জেলে শিমুল জলদাস ঘরের বাইরে বের হয়ে দেখেন তার মাছ ধরার জালভর্তি দোকানে আগুন জ্বলছে। এ সময় শিমুলের চিৎকারে জেলেপাড়ার বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন। মুহূর্তেই আগুন সুজিত জলদাস, শুকলাল জলদাস, সিফাত ও সনজিদ জলদাসের জালভর্তি দোকানসহ আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে রাখা মাছ ধরার জালসহ নানা উপকরণও পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।