সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে একটি বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় বিকাশ আচার্য্য (৪৬) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির জিপিএইচ কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ আচার্য্য পটিয়া উপজেলার হারাধন আচার্যের ছেলে ও জিপিএইচ ইস্পাত রড তৈরির কারখানায় মহাসড়কে স্ক্র্যাপ বোঝাই গাড়ির চুরি ঠেকানো সিকিউরিটিদের লেগুনা চালক হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একই দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত পিকআপ চালক ও গাড়িটি আটক করেছে।
জানা যায়, গাড়িচালক বিকাশ আচার্য্য জিপিএইচ শিল্প প্রতিষ্ঠানের সিকিউরিটি কর্মীদের বহনে নিয়োজিত লেগুনার চালক ছিল। সকালে লেগুনাটি সুলতানা মন্দির জিপিএইচ ইস্পাত কারখানা বাসস্ট্যান্ডের সামনে রেখে লেগুনার পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা লেগুনাটিকে ধাক্কা দিয়ে লেগুনাসহ বিকাশ আচার্য্যরে শরীরে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। একই ঘটনায় আহত হন আরো দুই জন।
এসব বিষয় জানতে চাইলে সীতাকুন্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, নিহত গাড়িচালক একটি রড তৈরি কারখানার সিকিউরিটিদের লেগুনা গাড়ি চালাতো। আমরা ঘাতক পিকআপসহ চালককে আটক করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা পরবর্তী আসামিকে জেলহাজতে প্রেরণ করা হবে।