সীতাকুন্ডে পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড পাহাড়ের পাদদেশে থেকে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে সীতাকুন্ড মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আবুল হোসেন হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর ১নং ওয়ার্ডের মৃত নজুমিয়ার ছেলে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন আবুল হোসেন গত চারদিন আগে হাটহাজারী থেকে নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন।সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার প্রত্যক্ষদর্শী সফিউল্লা বলেন, দুপুরের পর সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়াস্থ ফুলতলা এলাকার পাহাড়ের গভীর অরণ্যে কৃষকরা পাহাড়ি ছড়ায় কাজ করার সময় দেখতে পান একজনের মৃতদেহ পড়ে আছে। এরপর তারা বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবগত করলে পুলিশ কৃষকদের সহযোগিতায় লাশ উদ্ধার করে সমতলে নিয়ে আসে।
সীতাকুন্ড মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহাড়ের গভীর অরণ্য থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধারের পর আমরা ময়নাতদন্ত রিপোর্টের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। গত চারদিন আগে হাটহাজারী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ বলে নিহতদের পরিবার শনাক্ত করেছেন। আমরা লাশের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করবো।