সীতাকুন্ড প্রতিনিধি
গত দুইদিন ধরে সীতাকুন্ডে নিখোঁজ রয়েছে মাদ্রাসা ছাত্র হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫)। সে ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রের পিতা উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুর উদ্দীন থানায় নিখোঁজ জিডি দায়ের করেছেন। গত দুইদিনও ছেলের সন্ধান না পাওয়ায় পুরো পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। ছেলে হারানোর বিষয়ে জানতে চাইলে মাওলানা নুর নবী বলেন, আমার একমাত্র ছেলে হাফেজ মুতাসিম বিল্লাহ গত বৃহস্পতিবার ছোট কুমিরা কলেজ রোডস্থ ভাড়া বাসা থেকে সকালে নামাজের জন্য বের হয়। এরপর আর ফিরে আসেনি। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজেছি। কিন্তু ছেলের সন্ধান এখনো পায়নি। কেউ যদি পেয়ে থাকেন ০১৮১৪৭১৪৮১৭ নাম্বারে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ছেলের পিতা থানায় নিখোঁজ জিডি দায়ের করেছেন। নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে খুঁজে পেতে পুলিশের টিম কাজ করছে।