সীতাকুন্ডে তাওহীদি জনতার ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

2

সীতাকুন্ড প্রতিনিধি

গাজীপুরের টিএনটি এলাকার মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকান্ড ও সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সীতাকুন্ড মুসলিম তাওহীদি জনতা নামে ব্যানারে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সীতাকুন্ডে মুসলিম তাওহীদি জনতার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মুসল্লীরা স্লোগান স্লোগানে পুরো সীতাকুন্ড পৌরসদর মাতিয়ে রাখেন। সীতাকুন্ড পৌর সদর এলাকার বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লি এসে ইসকন নিষিদ্ধের এ মিছিলে যোগ দেন।
এ সময় বক্তারা ইসকন নিষিদ্ধকরণ ও সাম্প্রতিক নারী নির্যাতন, ধর্ষণ, খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা তৌহিদুল হক চৌধুরী ও দেলোয়ার ভ‚ঁইয়াসহ শত শত মুসল্লি আলিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।
পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।