সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে চিহ্নিত ডাকাত সর্দার রুস্তম আলী সাজ্জাদ (৩০) কে ডাকাতি করা মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের আমতলা বাজার থেকে গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রুস্তম আলী সাজ্জাদ বাশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামের এবাদুল হকের নতুন বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বিগত ১১ অক্টোবর তারিখে ঢাকা থেকে শফিকুল ইসলাম নামের একজন ব্যবসায়ী পরিবারসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বাদামতল নামক স্থানে গেলে হঠাৎ টায়ার ফেটে যাওয়ার মতো বিকট শব্দ হয়। আওয়াজ শুনে চালক গাড়ি দাঁড় করিয়ে চাকা দেখতে গাড়ি থেকে নামেন। এমন সময় সংঘবদ্ধ একটি ডাকাত দল গাড়িটি ঘিরে ফেলে। এ সময় তারা চালককে মারধর করে ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল, এক ভরি ওজনের একটি গলার চেইন ও নগদ এক লক্ষ বাইশ হাজার টাকা হাতিয়ে নেয়।
এই ঘটনার একদিন পর ১৩ অক্টোবর গাড়ির চালক মাকসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতি হওয়া একটি মোবাইল ও নগদ ২৫ হাজার ৫০০ টাকাসহ ডাকাত দলের প্রধান রুস্তমকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুন্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, গ্রেপ্তার রুস্তম আলী সাজ্জাদকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় বিভিন্ন সময়ে খুনসহ ডাকাতি, ডাকাতির প্রস্তুতির চারটি মামলা চলমান রয়েছে।