সীতাকুন্ডে ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার জোড়ামতল ও বাড়বকুন্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ডাকাতরা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল ঘোড়ামারা উত্তর সোনাইছড়ি এলাকার মোখলেসের বাড়ির সফিউল আলমের ছেলে নেজাম উদ্দিন প্রকাশ নেজাম ডাকাত (৩৩), উপজেলার বাড়বকুন্ড মান্দারীটোলা গ্রামের জালাল হাজীর বাড়ির মো. ইসমাইল হোসেনের ছেলে আরিফুল ইসলাম সাগর (২৫), একই গ্রামের শহীদুল্লাহ চেয়ারম্যানের বড় বাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহরিয়ার নাজিম সামির (২৪), বাড়বকুÐ ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ তেলিপাড়া তেলি বাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইকবাল হোসেন (২৪)। এরমধ্যে প্রথমজন নেজাম ডাকাতের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় বিভিন্ন ধারায় ও অপরাধে ১৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় বিভিন্ন ধারায় অপরাধ সংঘটিত করার মামলা রয়েছে।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিরা সকলেই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তবে নেজাম ডাকাত সবচেয়ে দুর্ধর্ষ। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ১৫টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গত রবিবার রাতে পুলিশের টিম বিশেষ অভিযানকালে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল এলাকা থেকে নেজাম ডাকাতকে গ্রেপ্তার করে। একইভাবে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বাড়বকুন্ড থেকে অপর তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যদের ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।