সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা নামক রেললাইনে এই ঘটনা ঘটে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়িয়া নামক এলাকায় ঢাকামুখি লাইনে স্থানীয় লোকের তথ্যমতে এক অজ্ঞাত লোকের লাশ পড়ে আছে- এমন খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল তৈরি করা হয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় লাশটি আপাতত মর্গে আছে। পরিচয় নিশ্চিত করতে না পারলে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের কাজ সম্পন্ন করা হবে।