সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় নিহত কিশোর

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় মো. নোমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সীতাকুন্ড পৌর সদর উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নোমান উত্তর এয়াকুব নগর গ্রামের মো. আলমগীরের পুত্র এবং জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, নোমান রাতে রেললাইন দিয়ে হেঁটে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় সে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছেন। হঠাৎ চট্টগ্রাম মুখি একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলেন, সে প্রায় সময় মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত ছিল। রেললাইনে দাঁড়িয়ে কানে হেডফোন ও গেমে মনোযোগী হওয়ার কারণে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, ট্রেনে কাটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি। মনে হয় দুর্ঘটনার পর পর স্থানীয়রা লাশ বাড়িতে নিয়ে যায়।