সীতাকুন্ডে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের সামনে ট্রাক চাপায় আব্দুল হালিম (৭০) নামে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম নোয়াখালীর জেলার মনির আহমেদের ছেলে। তিনি বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট বাতার পাড়া জামে মসজিদের সাবেক খতিব।
সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকায় ইউনিটেক্স সুতা তৈরির কারখানায় কাজ করত। সেই সুবাদে ফ্যাক্টরিটির পশ্চিম পাশে স্থানীয় বাতারপাড়া জামে মসজিদের খতিবের কাজ করতো। ঈদের ছুটিতে বাড়িতে যান তিনি। ছুটি কাটিয়ে নোয়াখালী থেকে ফ্যাক্টরির সামনে গাড়ি থেকে নামেন। এরপর মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখি দ্রæত গতির একটি গাড়ি আব্দুল হালিমকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা লাশটি আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করবো।