সীতাকুন্ডে ‘জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত

2

সীতাকুন্ড প্রতিনিধি

‘জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক পিএলসি সীতাকুন্ড শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সকলের সচেতনতার জন্য ডিসপ্লের মাধ্যমে জালনোট কীভাবে চিহ্নিত করা যায় তা ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। সোনালী ব্যাংক চট্টগ্রাম সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক (কারেন্সি) মোরশেদ আলম। অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ম পরিচালক (ক্যাশ) মো. আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোজাম্মেল হক, সীতাকুন্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন ভ‚ঁইয়াসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।