সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার নুরুসছালাম, উপজেলার আমীর মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি ও সাবেক কমিশনার মুহম্মদ তাহের, জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহ. কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সেক্রেটারি আবুল হোসেন, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, সীতাকুন্ড পৌরসভার সাবেক কমিশনার রায়হান উদ্দীন, জয়নাল আবেদিন ও মো. রফিকুল ইসলাম।
এছাড়াও মতবিনিময় সভায় সীতাকুন্ড উপজেলার ১০টি ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, সীতাকুন্ডে চাঁদাবাজি, মাদক প্রতিরোধে প্রশাসনকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। গণ-অভ্যুত্থানের পর সীতাকুন্ড উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করায় সীতাকুন্ড উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান ইউএনও এবং এসিল্যান্ড।