সীতাকুন্ডে গাড়ি চাপায় পথচারী নিহত

36

চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ বাচ্চু মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পতুয়াপাড়া গ্রামের ছবির উদ্দিনের ছেলে। বাচ্চু সীতাকুন্ডের একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের কর্মরত শ্রমিক ছিল।
জানা যায়, রবিবার সকাল ১০ টায় সময় নাস্তা খাওয়ার জন্য বাচ্চুকে ছুটি দেয় ইয়ার্ড কর্তৃপক্ষ। বাচ্চু তার সহকর্মীদের জন্য মহাসড়কের পূর্বপাশে নাস্তার দোকান থেকে নাস্তা নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুন্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত বাচ্চু মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি এবং অভিভাবক আসলে কর্তৃপক্ষের নির্দেশে লাশ হস্তান্তর করবো’।