সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে কোম্পানির গাড়ি থেকে নামিয়ে কোস্টাল গ্যাস ও স্পেশালিস্ট পেপার মিলসের সিকিউরিটি ইনচার্জ মো. মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি মুরাদপুর ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ও আনসার সদস্য বলে জানা গেছে। এছাড়াও তিনি মুরাদপুর গোপ্তাখালী ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।
কোস্টাল গ্যাস ও স্পেশালিস্ট পেপার মিলসের ম্যানেজার মো. মিনার উদ্দিন বাবর জানান, বিকাল ৫ টার আগে সাগর উপক‚ল বেঁড়িবাঁধ এলাকা ফ্যাক্টরীর সিকিউরিটি ইনচার্জ মুসলিম উদ্দিনসহ একই গাড়িতে করে ফ্যাক্টরী থেকে আমরা সবাই বের হই। ফ্যাক্টরীর প্রায় দুইশত গজ সামনে গোপ্তাখালী নামক এলাকায় আসলে একদল সন্ত্রাসী আমাদের গাড়ির গতিরোধ করে মুসলিম উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে ৪ থেকে ৫ জন সন্ত্রাসী রাম দা ও ছুরি দিয়ে কোপাতে থাকে। এসময় আমরা ভয়ে গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে আসি। পরে সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে আমরাসহ গিয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎমক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।